সারাদেশ

কিশোরগঞ্জে কালো কাপড়ে মুখ ঢেকে আ.লীগের মিছিল

কিশোরগঞ্জে কালো কাপড়ে মুখ ঢেকে আ.লীগের মিছিল


কিশোরগঞ্জে মুখে কালো কাপড় বেঁধে আওয়ামী লীগের ব্যানারে মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ এপ্রিল) সকালে জেলার বেশ কয়েকটি স্থানে এ মিছিল হয়।

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো. আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক ফয়েজ ওমান খান তাদের ফেসবুক আইডি থেকে এসব মিছিলের ভিডিও পোস্ট করেছেন।

ভিডিওতে দেখা যায়, ১৫-২০ জন যুবক শেখ হাসিনা ও নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, সকাল সাড়ে ৬টার দিকে সদরের বিন্নাটি এলাকায় মিছিল হয়েছে শুনেছি। তাদের ধরতে কাজ করছে পুলিশ।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।