সারাদেশ

কিশোরগঞ্জে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

কিশোরগঞ্জে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়


তাপপ্রবাহ থেকে পরিত্রাণ পেতে ও বৃষ্টির জন্য কিশোরগঞ্জে ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) বেলা ১১টায় সদর উপজেলার কর্শাকড়িয়াইল ইউনিয়নের চিকনীরচর মধ্যপাড়া ভুরভুরিয়া বিলের উত্তর পাশে পতিত জমিতে নামাজ ও দোয়ার আয়োজন করা হয়।

নামাজে ইমামতি করেন স্থানীয় মসজিদে ইমাম মাওলানা হেলাল উদ্দিন দেওবন্দীর।

স্থানীয় এলাকাবাসীর আয়োজনে নামাজ ও দোয়া অনুষ্ঠানে বিভিন্ন বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা অংশ নেন। নামাজ শেষে খুতবা পাঠসহ সারা দেশে বৃষ্টির জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

নামাজে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা কারি আব্দুল খালেক, চিকনীরচর জামে মসজিদের সেক্রেটারি আনোয়ার হোসাইন, সাবেক ইউপি সদস্য সেলিম মিয়াসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।