সারাদেশ

কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ৯ জনকে পুশইন বিএসএফের

কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ৯ জনকে পুশইন বিএসএফের


কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর সীমান্ত দিয়ে ৯ নারী-পুরুষ ও শিশুকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বুধবার (২৮ মে) রাত সাড়ে ৩টার দিকে ওই সীমান্তের ৯৪৫ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের পাশ দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয়।

পরে বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে কাশিপুর ক্যাম্পের বিজিবির সদস্যরা ঠেলে দেওয়া ওই ৯ নারী-পুরুষ ও শিশুকে উদ্ধার করে ফুলবাড়ী থানায় হস্তান্তর করে।

লালমনিরহাট ১৫-বিজিবি ব্যাটলিয়নের অধীন কাশিপুর কোম্পানি কমান্ডার সুবেদার জাহিদ জানান, ভারতীয় খেতাবের কুটি ও ঝিকরি ক্যাম্পের মধ্যবর্তী এলাকা দিয়ে বিএসএফ ওই ৯ জনকে বাংলাদেশে পুশইন করে। পরে আমরা টহলরত বিজিবির সদস্যরা তাদের উদ্ধার করে ফুলবাড়ী থানায় হস্তান্তর করি।

পুশইন হওয়া ওই ৯ জন হলেন- বাইদুল ইসলাম (৬৫), তার স্ত্রী মোছা. আমিরন বেগম (৪৫), মেয়ে রুমি খাতুন (২০), জামাতা আপেল (২৯), নাতি হৃদয় (৩), জয়নাল আবেদীনের স্ত্রী মোছা. মিনা বেগম (৩০) ও তার মেয়ে জুই (১০), মীম (৭) এবং আমিনুল ইসলামের ছেলে নুর হামিদ (৭)। তাদের সবার বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা বজরের খামার গ্রামে ।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম কালবেলাকে জানান, দুপুরে বিজিবি পুশইন হওয়া ৯ জনকে উদ্ধার করে ফুলবাড়ী থানায় হস্তান্তর করেছে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পরে সবার পরিচয় নিশ্চিত হয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও স্বজনদের জিম্মায় তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।