সারাদেশ

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে ধর্ষণ

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে ধর্ষণ


গৃহবধূকে ধর্ষণের অভিযোগে খুলনায় মো. গোলাম রসুল (৪২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১ আগস্ট) রাতে তেরখাদা থানার আটলিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (২ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আনিসুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত গোলাম রসুল ভুক্তভোগী গৃহবধূর আত্মীয়। তিনি দীর্ঘদিন ধরে ওই নারীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২৯ জুলাই দুপুরে সুযোগ বুঝে তিনি ভুক্তভোগীর বসতঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন।

এ ঘটনায় গতকাল শুক্রবার তেরখাদা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান কালবেলাকে জানান, ভুক্তভোগী গৃহবধূর আত্মীয় তাকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিল। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ওই গৃহবধূকে ধর্ষণ করে গোলাম রসুল। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।