কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি এলাকায় ভাড়া বাসা থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও তার মাকে হত্যার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে র্যাব।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নাঙ্গলকোট উপজেলার শরীফপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। ওই ব্যক্তির নাম- আবদুর রব (৭৩)। তিনি শরীফপুর এলাকার বাসিন্দা এবং কবিরাজি ব্যবসা করেন।
র্যাব-১১ জানায়, নিহত তাহমিনা বেগমের মোবাইল ট্র্যাকিং করে শেষ কল পাওয়া গেছে ওই কবিরাজের। তাই সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১১ কুমিল্লা ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ উপপরিচালক মেজর সাদমান ইবনে আলম বলেন, কালিয়াজুরী এলাকায় মা-মেয়ে হত্যাকাণ্ডটি ক্লুলেস। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং নিহত তাহমিনা বেগমের সঙ্গে সর্বশেষ আব্দুর রবের যোগাযোগের সূত্র ধরে দুপুর ২টার দিকে নাঙ্গলকোটে অভিযান চালিয়ে আব্দুর রবের নিজ বাড়ি থেকে আটক করা হয়।
তিনি আরও বলেন, আটক কবিরাজকে কুমিল্লা কোতোয়ালি থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে। আশা করছি, জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।
এর আগে সোমবার ভোরে কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি এলাকার একটি ভাড়া বাসা থেকে মা এবং মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন কুমিল্লা নগরীর সুজানগর এলাকার মৃত নুরুল ইসলামের স্ত্রী তাহমিনা বেগম (৫২) ও তার মেয়ে সুমাইয়া আফরিন (২৩)। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ১৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।