কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ছামসুল আলমকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
রোববার (২০ এপ্রিল) মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিয়া মোহাম্মদ আশরাফ রেজা সিদ্দিকী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।
সোমবার (২১ এপ্রিল) দুপুরে বিষয়টি জানাজানি হয়।
তারা বিরুদ্ধে দুর্নীতিসহ নানা অভিযোগ রয়েছে। এ নিয়ে কুসিক প্রধান নির্বাহী কর্মকর্তার কোনো বক্তব্য জানা যায়নি।