জাতীয়তাবাদী কৃষক দল মাগুরা জেলা শাখার সভাপতি মনোনীত হয়েছেন মো. রুবাইয়াত হোসেন খান। এছাড়া সাধারণ সম্পাদক হয়েছেন মো. জাহাঙ্গীর আলম হীরা।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদনের বিষয়টি জনানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘মাগুরা জেলা শাখার পূর্বের কমিটি বিলুপ্ত করে মো. রুবাইয়াত হোসেন খানকে সভাপতি ও মো. জাহাঙ্গীর আলম হীরাকে সাধারণ সম্পাদক করে দুই সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আংশিক কমিটি গঠিত হয়েছে।’
উল্লেখ্য, সভাপতি মো. রুবাইয়াত হোসেন খান পূর্বের কমিটির আহ্বায়ক ছিলেন। রুবাইয়াতের বাড়ি মাগুরা পৌরসভায়। তিনি দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী আদর্শের সৈনিক। বিগত ফ্যাসিস্ট হাসিনার আমলে জেল জুলুমসহ নানা নির্যাতনের শিকার হয়েছেন রুবাইয়াত।