সারাদেশ

কৃষি ব্যাংকের রেমিট্যান্স গ্রহীতাকে সম্মাননা পুরস্কার

কৃষি ব্যাংকের রেমিট্যান্স গ্রহীতাকে সম্মাননা পুরস্কার


রেমিট্যান্স গ্রহীতাকে পুরস্কার ও সম্মাননা প্রদান করেছে কৃষি ব্যাংক। ব্যাংকটির মাদারীপুর তাঁতীকান্দা শাখা এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা প্রদান করে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ মঈনুল ইসলাম।

অনুষ্ঠানে প্রবাসীদের প্রেরিত বৈদেশিক মুদ্রা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে- এ কথা উল্লেখ করে রেমিট্যান্স গ্রহীতাদের উৎসাহিত করতে এই আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মঈনুল ইসলাম বলেন, রেমিট্যান্স হচ্ছে দেশের অর্থনীতির প্রেরণাদায়ী শক্তি। প্রবাসীরা যেমন অক্লান্ত পরিশ্রম করে রেমিট্যান্স পাঠান, তেমনি সেই অর্থ যথাযথভাবে গ্রহণ ও ব্যবহারের মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে সাহায্য করেন রেমিট্যান্স গ্রহীতারা।

অনুষ্ঠানে নির্বাচিত একজন রেমিট্যান্স গ্রহীতাকে সম্মাননা হিসেবে ৩২ ইঞ্চি এলইডি স্মার্ট টিভি প্রদান করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক কাজী মোহাম্মদ নজরে মঈন, শাখা ব্যবস্থাপক ছরোয়ার হোসেন, ব্যাংকের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গ্রাহকরা।

বাংলাদেশ কৃষি ব্যাংক ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।