সারাদেশ

‘ক্যাশে এত কম টাকা রাখলেন কেন’, চুরির সময় মালিককে ফোন

‘ক্যাশে এত কম টাকা রাখলেন কেন’, চুরির সময় মালিককে ফোন


ঝিনাইদহের কালীগঞ্জে একটি ফার্মেসিতে চুরির ঘটনা ঘটেছে। এ দিকে চুরির পর ফার্মেসি মালিকের মোবাইল নম্বরে ফোন করে চুরির দায় স্বীকার করেছে চোরচক্রের সদস্যরা। তারা ফার্মেসির মালিককে ফোন করে জানতে চায়- ‘ক্যাশে এত কম টাকা রাখলেন কেন’।

রোববার (৩০ মার্চ) রাতে উপজেলা শহরের হাসপাতাল সড়কের মল্লিক ফার্মেসিতে এ ঘটনা ঘটে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা।

ফার্মেসির মালিক হরেন্দ্রনাথ সাহা বলেন, সোমবার ভোরবেলার দিকে চোরচক্রের এক সদস্য আমার মোবাইলে কল করে বলে, ‘দাদা আপনার ফার্মেসিতে আমরা চুরি করেছি। গতকাল তো কেনাবেচা অনেক করেছেন তো ক্যাশে এত কম টাকা রাখলেন কেন! একটু বেশি করে রাখতে পারলেন না?’

তিনি বলেন, মোবাইলের কথা আমি বিশ্বাস করছিলাম না। পরে দোকানে গিয়ে দেখি ওষুধসহ বেশকিছু জিনিসপত্র নিয়ে গেছে তারা।

কালীগঞ্জ থানার ওসি শহীদুল ইসলাম হাওলাদার বলেন, যেহেতু চোর চক্রের মোবাইল নম্বর পাওয়া গেছে। আমরা প্রযুক্তি ব‍্যবহার করে তাদের গ্রেপ্তারের চেষ্টা করছি।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।