সারাদেশ

খতনা অনুষ্ঠানে উচ্চস্বরে গান, মাইকে ঘোষণা দিয়ে ২ গ্রামের সংঘর্ষ

খতনা অনুষ্ঠানে উচ্চস্বরে গান, মাইকে ঘোষণা দিয়ে ২ গ্রামের সংঘর্ষ


ফরিদপুরের ভাঙ্গায় সুন্নতে খতনা অনুষ্ঠান ঘিরে মধ্যরাতে গান-বাজনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নারীসহ আহত হয়েছেন অন্তত ২০ জন।

রোববার (০৮ জুন) রাত সাড়ে ১২টা থেকে প্রায় দুই ঘণ্টা পর্যন্ত এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামিরদী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন মাতুব্বর বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের ইমরান মুন্সী কারারক্ষী হিসেবে গাজীপুরের কাশিমপুর কারাগারে চাকরি করেন। তার ছেলের সুন্নতে খতনার অনুষ্ঠান ছিল সোমবার (০৯ জুন) দুপুরে। সেই উপলক্ষে একদিন আগে থেকেই গোপিনাথপুর ও ছোট হামিরদী মধ্যবর্তী প্রাইমারী স্কুল মাঠে বাইরে থেকে শিল্পী এনে উচ্চস্বরে নাচগানের আয়োজন করেন।

এদিকে রাতভর গানের আয়োজনে গ্রামবাসীর মাঝে চাপা ক্ষোভের সৃষ্টি হয়। এতে প্রতিবেশী ছোট হামিরদী গ্রামের দুলাল শেখের ছেলেদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। সেই জের ধরে ২ গ্রামবাসী মাইকে ঘোষণা দিয়ে টর্চ জ্বালিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রথমে গোপীনাথপুর গ্রামবাসী দুলাল শেখের বাড়ি ভাঙচুর ও লুট করলে গ্রামে-গ্রামে সংঘর্ষ শুরু হয়। প্রায় ২ ঘণ্টা পর্যন্ত এই সংঘর্ষ চলে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাতভর চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সংঘর্ষে উভয় গ্রামের নারীসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ছোট হামিদদী গ্রামের ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিটন মাতুব্বর, আজম, সোলেমান, আরিফ, বিকাশ, দুলাল শেখ, দোলা বেগমকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্যদের ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন জানান, গাজীপুর কাশেমপুর কারাগারের এক কারারক্ষীর ছেলের সুন্নতে খৎনা অনুষ্ঠানে শিল্পী এনে গান-বাজনার আয়োজন করেন। এ সময় স্থানীয় তরুণদের সঙ্গে হাতাহাতির একপর্যায়ে গ্রামে-গ্রামে সংঘর্ষ হয়। এতে ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন। পাশাপাশি দুই থেকে তিনটি বাড়িতে ভাঙচুর করা হয়েছে। এখনো পর্যন্ত কোনো পক্ষের অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।