সারাদেশ

খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ৫ জনকে পুশইন করল বিএসএফ

খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ৫ জনকে পুশইন করল বিএসএফ


খাগড়াছড়ির রামগড় সীমান্ত দিয়ে ৫ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তারা সবাই ভারতের গুজরাটে থাকতেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২২ মে) ভোর ৬টার দিকে ফেনীরকুল চর এলাকা দিয়ে এ পুশইনের ঘটনা ঘটে।

জানা যায়, ফেনী নদী সীমান্ত পার হয়ে রামগড়-ফেনী সড়কের সোনাইপুল বাজার যাত্রীছাউনিতে অবস্থান করলে স্থানীয়রা তাদের আটকে রেখে মহামুনি বিজিবি ক্যাম্পকে খবর দেয়। পরে বিজিবি তাদের হেফাজতে নিয়ে যায়।

আটকরা হলেন, মো. উম্মেদ আলী (৪২) তার স্ত্রী সেলিনা বেগম (৩৫), তিন মেয়ে রুমি খাতুন (১৫), রুম্পা খাতুন (১২) ও সুমামিয়া খাতুন (৮)।

রামগড় উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন বলেন, রামগড় সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশকারী ৫ জনকে বিজিবি আটক করেছে। তাদের পুলিশ ও বিজিবির হেফাজতে রাখা হয়েছে। বিজিবির সঙ্গে স্থানীয় প্রশাসন ও পুলিশ সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।

খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জনান, বিএসএফ কর্তৃক পুশইন করা ৫ জন কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম সদর থানার চর সুপার কুটি গ্রামের বাসিন্দা বলে ওই এলাকার চেয়ারম্যান ও মেম্বার জানিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।