সারাদেশ

খুলে দেওয়া হলো বান্দরবানে বন্ধ থাকা ৬০ রিসোর্ট

খুলে দেওয়া হলো বান্দরবানে বন্ধ থাকা ৬০ রিসোর্ট


বান্দরবানের লামা উপজেলায় প্রাকৃতিক দুর্যোগ ও পাহাড় ধসের আশঙ্কায় বন্ধ থাকা পর্যটনকেন্দ্র ও রিসোর্ট খুলে দিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (০৫ জুন) স্বাক্ষরিত এক স্মারক পত্রের মাধ্যমে এ তথ্য জানান লামা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মো. ময়নুল ইসলাম।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ১ জুন উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক প্রাকৃতিক দুর্যোগ, পাহাড় ধস এর সম্ভাব্য আশঙ্কা থাকায় পর্যটন কেন্দ্র ও রিসোর্টগুলো বন্ধ রাখা হয়। উপজেলার আবহাওয়া স্বাভাবিক থাকায় এবং উপজেলা দুর্যোগ প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক লামা উপজেলার সব পর্যটন কেন্দ্র ও রিসোর্ট খোলা রাখা যেতে পারে।

গত ১ জুন দুপুরের দিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ভারি বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় বান্দরবানে লামা উপজেলায় ৬০টি পর্যটন রিসোর্ট বন্ধ ঘোষণা করে উপজেলা প্রশাসন। ওইদিন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনার এক জরুরি বৈঠক শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ নির্দেশনা জারি করেন।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।