সারাদেশ

খেলতে খেলতে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

খেলতে খেলতে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু


গাইবান্ধার পলাশবাড়ীতে ধানের বীজ ভিজানো বালতির পানিতে ডুবে সালমান ফারসি (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২১ জুন) সকাল সাড়ে ৮টায় উপজেলার মহদীপুর ইউনিয়নের ঢোলভাঙ্গা গোয়ালপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সালমান ওই গ্রামের মানিক মিয়ার ছেলে।

মহদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আজাদুল সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালবেলা বাড়ির আঙিনায় রাখা ধান ভিজানোর বালতির পাশে খেলছিল ছোট্ট সালমান। একপর্যায়ে পরিবারের সদস্যদের অসাবধানতার সুযোগে সে বালতির পানিতে খেলতে গিয়ে ডুবে যায়। কিছুক্ষণ পর তাকে বালতির পানিতে নিথর অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে দায়িত্বরত চিকিৎসক সালমানকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। শিশুদের ব্যাপারে অভিভাবকদের আরও সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।

এ বিষয়ে পলাশবাড়ি থানার ওসি জুলফিকার আলী ভুট্টো কালবেলাকে বলেন, বিষয়টি শুনেছি। এটি একটি দুর্ঘটনা মাত্র।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।