সারাদেশ

গাঁজা ও ইয়াবাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

গাঁজা ও ইয়াবাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার


সাভার থানা এলাকায় পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার আসামিরা হলেন সাভার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তারাপুর এলাকার মো. মামুনের ছেলে মো. রাথিন (২০) এবং তেঁতুলঝোড়া ইউনিয়নের যাদুরচর এলাকার এরশাদ এলায়েজ এছাক মোল্লার ছেলে মো. রাশেদ মোল্লা (৩০)।

ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে সাভার সদর ইউনিয়নের কলমা এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ রাথিনকে গ্রেপ্তার করা হয়। একই দিন রাত সাড়ে ১০টার দিকে হেমায়েতপুর পদ্মার মোড় (ট্রাকস্ট্যান্ড) এলাকায় পৃথক অভিযানে ১০০ পিস ইয়াবাসহ রাশেদ মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ।

ওসি মো. জালাল উদ্দিন বলেন, গ্রেপ্তার দুজনই পেশাদার মাদক কারবারি। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাভার মডেল থানায় মামলা করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হবে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।