সারাদেশ

গাঁজা নিয়ে কারাগারে প্রবেশকালে কর্মচারী আটক

গাঁজা নিয়ে কারাগারে প্রবেশকালে কর্মচারী আটক


যশোর কেন্দ্রীয় কারাগারে কর্মরত এক সিভিল স্টাফকে গাঁজাসহ আটক করা হয়েছে। পরে কারা কর্তৃপক্ষ তাকে কোতোয়ালি থানায় সোপর্দ করেছে।

সোমবার (২৫ আগস্ট) সকাল আনুমানিক ৭টা ৫০ মিনিটে কারাগারের প্রধান ফটকে এ ঘটনা ঘটে।

সহকারী প্রধান কারারক্ষী মো. আবুল হাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটককৃত মো. আব্দুস শুকুর (৩৬) মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার খুনিরটক গ্রামের মো. সহিমুদ্দিনে ছেলে। তিনি যশোর কেন্দ্রীয় কারাগারের সিভিল স্টাফ (ব্লাকস্মিথ) ছিলেন।

কারারক্ষী মো. আবুল হাশেম জানান, ওই সময় তিনি কারা অভ্যন্তরে প্রবেশের উদ্দেশ্যে প্রধান ফটকে আসেন। তল্লাশির দায়িত্বে থাকা সহকারী প্রধান কারারক্ষী মো. আবুল হাশেম তার দেহ তল্লাশি করেন। এ সময় শুকুরের ডান বগল থেকে ১২০ গ্রাম গাঁজাসদৃশ মাদক উদ্ধার করা হয়। পরে কারা কর্তৃপক্ষ আটককৃতকে মাদকসহ কোতোয়ালি থানায় সোপর্দ করেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।