সারাদেশ

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় প্রকৌশলী নিহত

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় প্রকৌশলী নিহত


ঝালকাঠির নলছিটিতে সড়কের পাশের একটি গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী সাইদুর রহমান নিহত হয়েছেন।

শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের ঢাপর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইদুর রহমান পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া এলাকার আব্দুর রশিদ হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল থেকে ঝালকাঠি আসার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। পরে এলাকাবাসীর সহযোগিতায় তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নলছিটি থানার ওসি আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। বাদবাকি আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।