সারাদেশ

গাজায় গণহত্যা বন্ধে সাতক্ষীরা শিবিরের বিক্ষোভ

গাজায় গণহত্যা বন্ধে সাতক্ষীরা শিবিরের বিক্ষোভ


গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

শুক্রবার (১১ এপ্রিল) জুমার নামাজ শেষে সাতক্ষীরা শহর ও জেলা ছাত্রশিবিরের আয়োজনে শহরের খুলনা রোড মোড় সংলগ্ন আসিফ চত্বর থেকে শুরু হওয়া মিছিল নিউমার্কেট চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে সাতক্ষীরা শহর ও জেলা ছাত্রশিবিরের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মিছিলের মাধ্যমে গাজায় গণহত্যা বন্ধে অন্তর্বর্তী সরকারকে ইসরাইলের ওপর অব্যাহত চাপ সৃষ্টির আহ্বান জানান ছাত্রশিবির নেতারা।

বিক্ষোভ মিছিলের শুরুতে বক্তব্য দেন ছাত্রশিবিরের শহর শাখার সভাপতি আল মামুন। তিনি বলেন, ‘মুখে মানবাধিকারের কথা বলে ইসরাইল চরমভাবে মানবাধিকার লঙ্ঘনের ধৃষ্টতা দেখিয়ে চলেছে। এ সময় বিরোধী মতকে থামাতে ইসরায়েলের সঙ্গে চুক্তি করে আড়িপাতার বিভিন্ন প্রযুক্তি কেনায় শেখ হাসিনার সমালোচনাও করেন তিনি। সে সব চুক্তি প্রকাশের পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানান। গাজায় গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ছাত্রশিবিরের এই নেতা।

মিছিল শেষে বক্তব্য দেন ছাত্রশিবিরের জেলা সভাপতি ইমামুল হোসেন। তিনি বলেন, ‘আমাদের হৃদয় আজ ক্ষতবিক্ষত, আমাদের কলিজায় দাউ দাউ করে আগুন জ্বলছে। বর্বর ইসরাইল মুসলমানদের উপর অবৈধ অন্যায়ভাবে হত্যা করছে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

তিনি বলেন, শহর শিবিরের সেক্রেটারি মেহেদী হাসানের সঞ্চালনায় প্রতিবাদ সভায় শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা আব্দুর রহিমসহ অনেকে বক্তব্য দেন। সমাবেশে বক্তারা বলেন, ‘যে বিশ্বের মোড়লরা, ওয়াইসি, জাতিসংঘ মুসলমানদের ওপর হামলায় নীরব থাকে এরকম ওয়াইসি, জাতিসংঘের প্রয়োজন নেই।’





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।