সারাদেশ

গাড়ির গ্লাস ভেঙে ফেলায় প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা

গাড়ির গ্লাস ভেঙে ফেলায় প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সিমেণ্ট কারখানার গাড়িতে ঢিল মেরে গ্লাস ভেঙে ফেলায় সাজ্জাদ নামে এক যুববকে পিটিয়ে হাত্যার অভিযোগ উঠেছে। নিহত সাজ্জাদ মানসিক প্রতিবন্ধী। এ ঘটনায় পুলিশ ১০ জনকে আটক করেছে।

সাজ্জাদ (২৪) সিদ্ধিরগঞ্জের আদমজীনগর নয়াপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে আইলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ নিহতের লাশ নিয়ে কারখানা থেকে বের হলে উত্তেজিত জনতা পুলিশ ও কারখানায় হামলা চালিয়ে ভাঙচুর করে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) হাসানুজ্জামান।

স্থানীয় বাসিন্দা প্রত্যক্ষদর্শী হাবিব জানান, সাজ্জাদকে মারধর করে গাড়ির চালক-হেলপার মিলে জোর করে কারখানায় নিয়ে যায়। এ সময় আমিসহ কয়েকজন নিষেধ করলেও তারা শোনেনি। পরে সকালে শুনি সে মারা গেছে।

এদিকে সাজ্জাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত এলাকাবাসী সিমেন্ট কারখানার সামনে ভিড় জামায়। পুলিশ লাশ উদ্ধার ও ১০ জনকে আটক করে আনার সময় স্থানীয়রা হামলা করে। এ সময় কারখানার সামনে পার্কিং করে রাখা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম জানান, শনিবার রাত ৩টার দিকে আইলপাড়া এলাকার কারখানা থেকে ক্রাউন সিমেন্টের একটি মালবাহী গাড়ি বের হয়ে এসও রোডের ঈদগাহের সামনে আসলে সাজ্জাদ গাড়িটিতে ঢিল মারে। এতে গাড়ির সামনের গ্লাস ভেঙে যায়। চালক-হেলপারসহ অন্যরা যুবককে ছিনতাইকারী ভেবে আটক করে মারধর করে। পরে তাকে জোর করে কারখানাতে নিয়ে যায়। সাজ্জাদের মৃত্যুতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে অতিরিক্ত পুলিশের সহায়তায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাই।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান বলেন, ঘটনা শুনে ক্রাউন সিমেন্ট কারখানায় তদন্তে আসি। এখানে সাজ্জাদ নামে একজন যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে ১০ জনকে আটক করি। তাদেরকে নিয়ে আসার সময় ভিকটিমের স্বজন ও উত্তেজিত এলাকাবাসী ইমোশনাল হয়ে পড়ে। আমরা এটাকে হামলা বলব না। আবেগে করে ফেলেছে। পরে আমরা তাদের সঙ্গে কথা বলে শান্ত করার চেষ্টা করেছি। তবু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ক্ষয়ক্ষতি যত কমানো যায় আমার তার সর্বাত্মক চেষ্টা করেছি।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।