ঈদযাত্রায় স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরছে মানুষ। ভোরে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ির চাপ থাকলেও স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে। যানজট নিরসন ও ঘরমুখো যাত্রীদের নিরাপত্তায় পুলিশ, কমিউনিটি পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) ভোরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত সড়কে যানবাহন সংখ্যা ও মানুষের চাপ বেড়ে যায়। এতে চান্দনা চৌরাস্তায় গাড়ি চলাচল কিছুটা ধীরগতি রয়েছে।
এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঘরমুখো মানুষের উপস্থিতি বেড়েছে। এতে এই পয়েন্টে গাড়ির চাপ বেড়েছে। গাড়ির চাপ থাকলেও এ অংশ স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে।
পুলিশ বলছে, যানজট নিরসনে বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ কাজ করছে। পুলিশ ছাড়াও কমিউনিটি পুলিশ, পরিবহন সমিতির লোকজন সড়কে কাজ করছে।
বিস্তারিত আসছে…