সারাদেশ

গেমস খেলার দ্বন্দ্বের জেরে ২ পরীক্ষার্থীকে কুপিয়ে জখম

গেমস খেলার দ্বন্দ্বের জেরে ২ পরীক্ষার্থীকে কুপিয়ে জখম


ফরিদপুরের ভাঙ্গায় এক বছর আগের গেমস খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দুই এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার(২৪ এপ্রিল) সকালে উপজেলার আলগী ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলার হামিরদী ইউনিয়নের মহেশ্বরদী উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী আশিক মাতুব্বর (১৭)। তার বন্ধু সাইম শেখ (১৮) ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার শিক্ষার্থী। আশিকের আজ কৃষি শিক্ষা বিষয় এবং সাইমের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে পরীক্ষা ছিল।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, একই গ্রামের খায়ের মাতুব্বরের ছেলে ফাহিম মাতুব্বরের (১৮) সঙ্গে গত এক বছর আগে আশিক মাতুব্বরের গেমস খেলা নিয়ে বিরোধ ছিল। সেই জেরে আজ সকালে এসএসসির পরীক্ষার্থী আশিক ও সাঈম দুই বন্ধু ভ্যানে করে পরীক্ষার কেন্দ্র ভাঙ্গা ও ব্রাহ্মণকান্দা রওনা দেয়। কিছু দূর যাওয়ার পর ফাহিম হঠাৎ করে দৌড়ে এসে ভ্যানে অবস্থান করা আশিক ও সায়েমকে চাইনিজ কুড়াল দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ঘাতক ফাহিম পালিয়ে যায়। স্থানীয়রা দুই পরীক্ষার্থীকে উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে প্রশাসন প্রাথমিক চিকিৎসা দিয়ে আহত অবস্থায় চিকিৎসকের সহায়তায় পরীক্ষা কেন্দ্রে নিয়ে যান।

কেন্দ্র সচিব ভাঙ্গা পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার হোসেন বলেন, আশিক ছেলেটি আমাদের স্কুলের ভোকেশনাল গ্রুপের পরীক্ষার্থী, এক বছর আগে তাদের শত্রুতা ছিল। সেই জের ধরে কেন্দ্রে আসার পথে তাকে কুপিয়েছে, আমরা তাকে চিকিৎসকের সহায়তায় পরীক্ষা নিতে পেরেছি।

ব্রাহ্মণকান্দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল কবির বলেন, আমার কেন্দ্রের সাইম নামের ছেলেটি বন্ধুর ওপর আক্রমণ ঠেকাতে গিয়ে আহত হয়েছে, সে সুন্দরভাবে পরীক্ষা দিতে পেরেছে, মূলত সে মহেশ্বরদি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন বলেন, দুই পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে তাদের কুপিয়েছে, ঘাতক পালিয়েছে। পুলিশ তাকে খুঁজতেছে।

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান কালবেলাকে বলেন, দুজন পরীক্ষার্থীকে কুপিয়ে জখম করার ঘটনায় সঙ্গে সঙ্গে পুলিশ ও চিকিৎসক পাঠিয়ে তাৎক্ষণিক পরীক্ষা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছি। যে কুপিয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।