সারাদেশ

গ্যাস লিকেজে দগ্ধ স্বামী-স্ত্রী, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

গ্যাস লিকেজে দগ্ধ স্বামী-স্ত্রী, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি


সাভারে রান্নাঘরে গ্যাস সিলিন্ডার থেকে নির্গত জমে থাকা গ্যাসের আগুনে দগ্ধ হয়েছেন এক দম্পতি। দগ্ধ অবস্থায় তাদের দ্রুত রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন মিন্টু মিয়া (৩৫) ও তার স্ত্রী ববিতা বেগম (৩০)। তারা কুড়িগ্রামের উলিপুর উপজেলার বাসিন্দা হলেও সাভারের আশুলিয়ার গোহাইলবাড়ী এলাকার একটি টিনশেড বাসায় ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।

রোববার (২৭ জুলাই) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, মিন্টুর শরীরের প্রায় ৬০ শতাংশ ও ববিতা প্রায় ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে মিন্টুর অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ঘটনার সময় মিন্টু রান্না ঘরে সিগারেট ধরাতে গেলে লিকেজ হয়ে জমে থাকা গ্যাসে আগুন ধরে যায়। পাশে অবস্থান করা স্ত্রী ববিতাও আগুনে দগ্ধ হন। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে গিয়ে দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

ঘটনার বিষয়ে বাড়ির মালিক নজরুল ইসলাম কালবেলাকে জানান, ‘গ্যাস সিলিন্ডারের পাইপ থেকে গ্যাস লিক হয়ে রান্নাঘরে জমে ছিল। কোনো বিস্ফোরণ হয়নি। শুধু আগুন ধরে গিয়েছিল। ঘরের তেমন কোনো ক্ষতি হয়নি।’

দগ্ধ ববিতার চাচাতো ভাই শ্রী প্রেমানন্দ চন্দ্র বর্মণ বলেন, ‘ডাক্তাররা জানিয়েছে মিন্টুর অবস্থা বেশি খারাপ। তবে ববিতার অবস্থা তুলনামূলক ভালো।’

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা গৃহস্থালি গ্যাস ব্যবহারে আরও সচেতনতা ও নিয়মিত সেফটি চেকের ওপর গুরুত্বারোপ করেছেন।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।