সারাদেশ

ঘরের দরজা ভেঙে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঘরের দরজা ভেঙে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার


পারিবারিক কলহের জেরে সাতক্ষীরার তালায় রাজু হাছান (৪২) নামে এক যুবক গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন এলাকাবাসী।

বুধবার (১৩ আগস্ট) সকালে উপজেলার শ্রীমন্তকাটি গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের ইয়াছিন আলীর ছেলে।

এলাকাবাসী জানান, সকালে নিজ বাড়ির ঘরের ভেতর রাজু রশি দিয়ে আত্মহত্যা করেন। পরে বাড়ির লোকজন বুঝতে পেরে ঘরের দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দীন বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে রাজু আত্মহত্যা করেছেন।

এদিকে বুধবার (১৩ আগস্ট) সকালে খুলনায় স্বামীকে হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্স খাদে পড়ে ময়না (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর থেকে অ্যাম্বুলেন্স চালক পলাতক রয়েছেন।

ডুমুরিয়া উপজেলার নতুন রাস্তায় এ ঘটনা ঘটে। মৃত ময়না সাতক্ষীরার মৌতলা গ্রামের বাসিন্দা আরিফ মোল্লার স্ত্রী।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।