সারাদেশ

চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতার পদত্যাগ

চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতার পদত্যাগ


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন লোহাগাড়ার আবদুল হাফিজ। বৃহস্পতিবার (২২ মে) রাত ১০টার সময় তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে একটি পোস্ট দেন। আবদুল হাফিজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার কমিটিতে সদস্য হিসেবে ছিলেন। তার বাড়ি উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের রশিদার ঘোনা এলাকায়।

ফেসবুকে দেওয়া পোস্টে চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়কের উদ্দেশে আবদুল হাফিজ লেখেন, আমি আপনার সংগঠনের একজন একনিষ্ঠ সদস্য হিসেবে বিগত সময়গুলোতে কাজ করে গেছি এবং জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে শহীদ ভাই ও বোনদের স্বপ্নের বাংলাদেশ গড়ার পক্ষে অবদান রাখার চেষ্টা করেছি। এই আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে আমি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছি এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার সুযোগ পেয়েছি। তবে ব্যক্তিগত কারণ ও ভবিষ্যৎ পরিকল্পনার কারণে আমি এই পদ থেকে সরে দাঁড়াচ্ছি।

জানতে চাইলে আবদুল হাফিজ বলেন, ‘৫ আগস্টের পরপর আমাদের প্রতি মানুষের যে সম্মান, আলাদা একটা ভালোবাসা ছিল, সেটি এখন নেই। জুলাই অভ্যুত্থানের শক্তিগুলোর পারস্পরিক বিভাজন আমাকে হতাশ করেছে। আমার দলের কোনো অপকর্ম গায়ে মাখতে চাচ্ছি না। এখন থেকে পড়াশোনা, পারিবারিক ব্যবসা ও ব্যক্তিগত কাজ নিয়ে ব্যস্ত থাকতে চাই। তাই পদত্যাগ করেছি।’

দক্ষিণ জেলা শাখার আহ্বায়ক জুবাইর হোসেন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে হাফিজের পদত্যাগের ঘোষণা দেখেছি। এরই মধ্যে তার সঙ্গে কথা বলেছি। ব্যক্তিগত কারণে সে পদত্যাগ করেছে বলে জানিয়েছে। সে লিখিতভাবে পদত্যাগপত্র দেয়নি। এ বিষয়ে কমিটির পরবর্তী বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেব। কমিটির মধ্যে কেউ যদি অপকর্ম করে থাকে, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।