সারাদেশ

চট্টগ্রামে মহিউদ্দিন হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে মহিউদ্দিন হত্যার প্রধান আসামি গ্রেপ্তার


চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় মহিউদ্দিন হত্যা মামলার প্রধান আসামি মো. আসিবুল হক প্রকাশ আসিফকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১ আগস্ট) বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইখতিয়ার উদ্দিন কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ২টার সময় চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন মৌলভির দোকান নামক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মো. আসিবুল হক প্রকাশ আসিফকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার আসিফ মহিউদ্দিন হত্যা মামলার এজাহারনামীয় আসামি। গত ২৫ জুলাই রাতে বাকলিয়া থানাধীন ৫নং ব্রিজ সংলগ্ন গাফফারের কলোনি থেকে মহিউদ্দিনকে মৃত গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে বাকলিয়া থানা পুলিশ। পরে তার স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বাকলিয়া থানায় হত্যা মামলা করেন।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইখতিয়ার উদ্দিন কালবেলাকে বলেন, গ্রেপ্তারপূর্বক জিজ্ঞাসাবাদে সে উপর্যুক্ত মামলার ঘটনার সঙ্গে জড়িত থাকাসহ ভিকটিম মহিউদ্দিনকে গুলি করে হত্যা করার কথা স্বীকার করে এবং বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।