সারাদেশ

চট্টগ্রামে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

চট্টগ্রামে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ


চট্টগ্রামে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠেছে। রোববার (১৩ এপ্রিল) সানোয়ারা আবাসিক এলাকার দারুস সালাম মাদ্রাসা ও হেফজখানা থেকে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. আমিন ওই মাদ্রাসার শিক্ষক। তার বাড়ি কক্সবাজারের রামু উপজেলার চাকমারকুল এলাকায়।

ওই শিক্ষার্থীর মা মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।

এ বিষয়ে চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন কালবেলাকে বলেন, হেফজ বিভাগের শ্রেণিকক্ষে শনিবার রাতে আমিন ওই শিক্ষার্থীকে বলাৎকার করে। অভিযোগ পেয়ে পুলিশ মাদ্রাসা থেকে আমিনকে গ্রেপ্তার করে। ওই শিক্ষক বলাৎকারের কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে ওই শিক্ষার্থীর মা মামলা করেছেন। আদালতের মাধ্যমে তাকে কারাগারে হয়েছে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।