সারাদেশ

চন্দ্রগ্রহণ উপভোগে কুয়াকাটা সৈকতে পর্যটকের ঢল 

চন্দ্রগ্রহণ উপভোগে কুয়াকাটা সৈকতে পর্যটকের ঢল 


পটুয়াখালীর কুয়াকাটায় বিরল মহাজাগতিক দৃশ্য চন্দ্রগ্রহণ উপভোগ করতে সমুদ্রসৈকতে ভিড় জমিয়েছেন পর্যটকরা।

রোববার (০৭ সেপ্টেম্বর) রাত বারার সঙ্গে সঙ্গে সৈকতে পরিবার-পরিজন নিয়ে বসে আকাশের দিকে তাকিয়ে আছেন দর্শনার্থীরা। কেউ কেউ ফেসবুকে ছবি তুলে আপলোড করছেন, অনেকেই আবার বেঞ্চে বসে ভিডিও করে ছড়িয়ে দিচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

চন্দ্রালোকে ঝলমল সমুদ্র, ঢেউয়ের গর্জন আর গ্রহণের দৃশ্য এক অন্যরকম আবহ তৈরি করেছে পুরো কুয়াকাটা সৈকতে। কেউ বেঞ্চে বসে, কেউবা বালুচরে চাদর পেতে পরিবারের সঙ্গে উপভোগ করছেন এ বিরল দৃশ্য।

ঢাকা থেকে পরিবার নিয়ে আসা পর্যটক মেহেদী হাসান বলেন, ‘শুধু চন্দ্রগ্রহণ দেখতেই আমরা কুয়াকাটা এসেছি। সমুদ্রের ঢেউ আর আকাশের চাঁদ একসাথে দেখা সত্যিই অবিস্মরণীয় অভিজ্ঞতা।’

বরিশাল থেকে আসা কলেজছাত্রী সুমাইয়া আক্তার বলেন, ‘প্রথমবার নিজের চোখে চন্দ্রগ্রহণ দেখছি। এ এক ভিন্ন রকম অনুভূতি। মনে হচ্ছে পুরো আকাশটাই অন্যরকম হয়ে গেছে।’

এ ছাড়া খুলনা থেকে আসা পর্যটক দেলোয়ার হোসেন বলেন, ‘টিভি বা মোবাইল স্ক্রিনে অনেকবার দেখেছি, কিন্তু প্রকৃতির মাঝে দাঁড়িয়ে দেখা- এর আনন্দ আসলেই ভিন্ন।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।