চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা। এ সময় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমির ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী উপস্থিত ছিলেন। তারা চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা দূরীকরণের লক্ষ্যে বির্জাখাল খনন ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আলোচনা করেন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১টায় সিটি করপোরেশনের মেয়র কার্যালয়ে এ মতবিনিময় করেন তারা।
সভায় খাল খননে এক্সেভেটর, কাঁদা অপসারণের জন্য ড্রাম ট্রাক, ভ্যানসহ অন্যান্য লজিস্টিক সাপোর্ট নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আলোচ্য খালের ডাউন স্ট্রিম খাল চাক্তাই ডাইভারশান খালে স্থাপিত বাঁধ অপসারণে সময় নির্ধারণ নিয়ে আলোচনা হয়। এছাড়াও খালের বিএস এলাইনমেন্ট চিহ্নিত করণ ও ডিজাইন এলাইনমেন্ট প্রস্তুত, খাল সংলগ্ন রাস্তার অবৈধ স্থাপনা অপসারণ ও বৈধ স্থাপনা সাময়িক অপসারণে প্রশাসনিক সহায়তা নিশ্চিতকরণ।
খনন ও পরিষ্কারের পর যাতে পূর্বের অবস্থায় না যেতে পারে সে বিষয়ে তদারকি নিশ্চিত করার জন্য মেয়রের সহযোগিতা এবং জলাবদ্ধতা নিরসন প্রকল্পে নিয়োজিত প্রতিষ্ঠানের সহায়তা প্রত্যাশা করা হয়।
এ সময় চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন নগর জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক, সাবেক কাউন্সিলর ও চট্টগ্রাম-১০ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, সিডিএ বোর্ড সদস্য ইঞ্জিনিয়ার মানজারে খোরশেদ, ইঞ্জিনিয়ার মোমিনুল হক, ইঞ্জিনিয়ার জয়নুল আবেদিন, ইঞ্জিনিয়ার টিপু প্রমুখ।
সিটি করপোরেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চসিকের সচিব আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা কমান্ডার ইফতেখার উদ্দীন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান ও নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম চৌধুরী।