চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সীমান্তের কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল এলাকা থেকে ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রল বোমা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে এসব উদ্ধার করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বৃহস্পতিবার রাত সোয়া ৮টায় ৫৯ বিজিবি ব্যাটালিয়ন দপ্তরে সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য দেন ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, মাদক, অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা কাজ করে যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায়, দুপুরে চকপাড়া সীমান্ত এলাকা দিয়ে বিস্ফোরক দ্রব্যাদি এনে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী নিয়ে যাওয়া হবে। তা প্রতিরোধ করতে বিজিবি সদস্যরা বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এসময় দুপুর ২টার দিকে কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল এলাকায় বিজিবি টহল দেখে দুজন অজ্ঞাত ব্যক্তি দুটি প্লাস্টিকের ক্যারেট ফেলে পালিয়ে যায়। ক্যারেটগুলো তল্লাশি করে ককটেল ও পেট্রল বোমা উদ্ধার করা হয়। এঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।