সারাদেশ

চালকের ঘুমে বাস উল্টে হেলপার নিহত, আহত ১৯ যাত্রী

চালকের ঘুমে বাস উল্টে হেলপার নিহত, আহত ১৯ যাত্রী


ময়মনসিংহে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে ওই গাড়ির এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের অন্তত ১৯ যাত্রী।

বুধবার (১১ জুন) সকাল পৌনে ৮টার দিকে নগরীর চায়না মোড় এলাকায় গ্যাসলিন ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মো. মঞ্জুরুল হাসান (৪১) শেরপুরের শ্রীবরদীর বাসিন্দা। তিনি বাসের হেলপার ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে জুনায়েদ এক্সপ্রেস নামের যাত্রীবাহী বাসটি শেরপুর থেকে ছেড়ে এসে ঢাকার দিকে যাচ্ছিল। সকাল পৌনে ৮টার দিকে চায়না মোড় এলাকায় গ্যাসলিন ফিলিং স্টেশনের সামনে পর্যন্ত আসতেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে থাকা ডিভাইডারের উপরে উঠে উল্টে যায়। ধারণা করা হচ্ছে, গাড়ি চলন্ত অবস্থায় চালক ঘুমিয়ে পড়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থলেই বাসের হেলপার মঞ্জুরুল হাসান মারা যান।

এ ঘটনায় আহত হয়েছেন ওই বাসের অন্তত ১৯ যাত্রী। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

ওসি মো. ফিরোজ হোসেন বলেন, আহত যাত্রীদের মধ্যে শিশুসহ ৭ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরই চালক পালিয়ে যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।