সারাদেশ

চিনি দিয়ে বানানো হচ্ছিল সুন্দরবনের মধু, হঠাৎ হাজির ম্যাজিস্ট্রেট

চিনি দিয়ে বানানো হচ্ছিল সুন্দরবনের মধু, হঠাৎ হাজির ম্যাজিস্ট্রেট



 

সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন এলাকায় মধুর বাক্সে চিনি দিয়ে মধু তৈরি করার অপরাধে এক অসাধু ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (৮ এপ্রিল) বিকালে শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ সরদারবাড়ি এলাকায় মোস্তফা মল্লিকের মৌ খামারে অভিযান চালানো হয়।

শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি মধুর বাক্সে চিনি দিয়ে মধু তৈরি করা হচ্ছে। এ কারণেই আমরা মোস্তফা মল্লিকের মধুর খামার থেকে তাকে হাতেনাতে চিনি রাখা অবস্থায় ধরে ফেলি। এ সময় তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৭ দিনের জেল দেওয়া হয়। 

এ সময় অভিযানে উপস্থিত ছিলেন বন বিভাগের কদমতলা স্টেশন কর্মকর্তা সোলায়মান কবির।
 



Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।