সারাদেশ

চুয়াডাঙ্গা সীমান্তে ১৪ অবৈধ অনুপ্রবেশকারী আটক

চুয়াডাঙ্গা সীমান্তে ১৪ অবৈধ অনুপ্রবেশকারী আটক


ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ১৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১২ মে) সকাল ৭টায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের পিপুলবাড়িয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধীন বেণীপুর বিওপির একটি টহলদল অভিযান চালিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাদের আটক করে।

সোমবার রাত ৮টায় মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বেণীপুর বিওরির হাবিলদার মো. শাহীন মোল্লার নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্ত পিলার ৬১/১৮নং হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিপুলবাড়িয়া গ্রামের রফিকুল ইসলামের আমবাগানের সামনে অভিযান চালায়। এসময় রাস্তার ওপর থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ১৪ জনকে আটক করে বিজিবি। আটককৃতদের মধ্যে ৯ জন শিশু, ৩ জন নারী এবং দুজন পুরুষ রয়েছেন।

আটককৃতরা হলো- নড়াইল জেলার মাদোপাশা গ্রামের রফিক মোল্লার স্ত্রী জাবেদা খাতুন (৩৭), তার মেয়ে ময়না খাতুন (১৩) ও খাদিজা খাতুন (৬), একই জেলার তেলকাটা গ্রামের আকবর সিকদারের ছেলে হাফিজুর রহমান (৩৭), তার ছেলে আরিফুল ইসলাম (১৫), সাকিবুল ইসলাম (১২), রাকিবুল ইসলাম (৯) ও মেয়ে জোনাকি ইসলাম (৫), মহাজনপুর গ্রামের সাইফ খানের মেয়ে রেখা বেগম (৪৭), রেখা বেগমের ছেলে মিনাজ (১৫), তানভির (৯) ও তামিম (৭), খুলনা জেলার রাজাপুর গ্রামের সোহাগ শেখের মেয়ে জান্নাতুল (১৪) এবং বাগেরহাট জেলার পাঠামরা গ্রামের ওমর ফারুকের ছেলে হাবিবুল্লা (২৩)।

আটককৃতরা বিভিন্ন সময় ভালো বেতনের চাকরির আশায় অবৈধ পথে সীমান্ত পার হয়ে ভারতে যান। আটককৃতদেরকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।