চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোস্টে পুলিশের ব্যারাক থেকে দায়িত্বরত শামীম রেজা সাজু নামে এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) সকালে নিজ শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের ধারনা, পারিবারিক কলহের কারণে শামীম রেজা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে দর্শনা জয়নগর চেকপোস্টের কোয়াটারে এ ঘটনা ঘটে।
শামীম রেজা সাজু কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার জুতিয়াডাঙ্গা গ্রামের হোসেন আলীর ছেলে।
দর্শনা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ তিতুমীর জানান, শামীম রেজা সাজু বেশ কয়েক মাস আগে দর্শনা জয়নগর চেকপোস্টে ইমিগ্রেশন পুলিশে যোগদান করেন। পারিবারিক কলহের কারণে তিনি কিছুটা হতাশাগ্রস্ত হয়ে পড়েন। বৃহস্পতিবার রাতের যেকোনো সময় তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
তিনি জানান, সকাল সাড়ে ৮টার দিকে দায়িত্বে অনুপস্থিত থাকায় সহকর্মীরা শামীম হোসেনকে খুঁজতে যান। এ সময় ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দর্শনা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহের সুরতাহল প্রস্তুত শেষে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হবে।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বলেন, মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।