সারাদেশ

ছাত্রলীগ নেতাকে ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ

ছাত্রলীগ নেতাকে ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ


চাঁদপুরের মতলব উত্তরে ছাত্রলীগ নেতা মো. মামুন শিকদারকে গ্রেপ্তারের সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) রাত আড়াইটার দিকে উপজেলার ছেংগারচর পৌরসভায় এ ঘটনা ঘটে।

মামুন উপজেলার ছেংগারচর পৌর ছাত্রলীগের সহসভাপতি। এ ঘটনায় আহত এসআই জাফর আহমেদ ও এএসআই শহিদুল হক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, মো. মামুন শিকদার ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন। বুধবার রাতে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর থানায় নিয়ে আসার সময় মামুনকে ছিনিয়ে নেওয়ার জন্য অজ্ঞাতনামা ৭/৮ জন পুলিশের ওপর হামলা চালায়। এতে তিনজন পুলিশ সদস্য জখম হয়।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার মামুনকে আদালতে পাঠানো হয়েছে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।