চাঁদপুরের মতলব উত্তরে ছাত্রলীগ নেতা মো. মামুন শিকদারকে গ্রেপ্তারের সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) রাত আড়াইটার দিকে উপজেলার ছেংগারচর পৌরসভায় এ ঘটনা ঘটে।
মামুন উপজেলার ছেংগারচর পৌর ছাত্রলীগের সহসভাপতি। এ ঘটনায় আহত এসআই জাফর আহমেদ ও এএসআই শহিদুল হক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, মো. মামুন শিকদার ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন। বুধবার রাতে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর থানায় নিয়ে আসার সময় মামুনকে ছিনিয়ে নেওয়ার জন্য অজ্ঞাতনামা ৭/৮ জন পুলিশের ওপর হামলা চালায়। এতে তিনজন পুলিশ সদস্য জখম হয়।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার মামুনকে আদালতে পাঠানো হয়েছে।