সিলেটের বিশ্বনাথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিপেশ তালুকদার (৪০) নামের এক ফেরিওয়ালা নিহত হয়েছেন। রোববার (২০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের বাওয়ানপুর পাঁচপীর বাজারের পাশে এ ঘটনা ঘটে।
নিপেশ তালুকদার সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার সুনামপুর গ্রামের সানন্দ তালুকদারের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি পরিবার নিয়ে সিলেটের জালালাবাদ থানার তেমুখিস্থ খালেদ মিয়ার বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় বসবাস করে আসছিলেন। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন নিহতের শ্যালক স্বাধীন তালুকদার।
স্থানীয় ইউপি সদস্য ফজলুল হক জানান, নিহত নিপেশ তালুকদার প্রতিদিন বাইসাইকেল দিয়ে বাজারে বাজারে পান, সুপারি ও সিগারেট ফেরি করে বিক্রি করতেন। রোববারও সন্ধ্যায় একইভাবে বাইসাইকেল দিয়ে মালামাল বিক্রি শেষে পীরের বাজারের পশ্চিমে যাওয়া মাত্রই ছিনতাইকারীরা তার বুকের বাম পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তিনি রক্তাক্ত অবস্থায় পীরের বাজারে ব্যবসাীয় আকদ্দুছ আলীর চায়ের দোকানে দৌড়ে গিয়ে মাটিতে লুটিয়ে পড়ে প্রাণ বাঁচানোর আকুতি জানান। পরে লোকজন তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
ইউপি সদস্য আরও জানান, খবর পেয়ে রাত ১১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) আশরাফুজ্জামান ও থানার ওসি এনামুল হক চৌধুরী ঘটনাস্থলে যান। সেখানে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন তারা।
জানতে চাইলে থানার ওসি এনামুল হক চৌধুরী হত্যার সত্যতা স্বীকার করে কালবেলাকে বলেন, সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে হত্যাকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি। অভিযোগের পরিপ্রেক্ষিতে হত্যাকারিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে