সারাদেশ

ছোট ভাইয়ের ধাক্কায় প্রাণ গেল বড় ভাইয়ের

ছোট ভাইয়ের ধাক্কায় প্রাণ গেল বড় ভাইয়ের


সিলেটে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের সঙ্গে ধাক্কাধাক্কিতে প্রাণ গেল মো. মুজিবুর রহমান (৫৩) নামের এক ব্যক্তির।

বুধবার (১৬ এপ্রিল) বিকেলে সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের লুসাইন গ্রামে এ ঘটনা ঘটেছে।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান।

নিহত মো. মুজিবুর রহমান (৫৩) এ গ্রামের মৃত মনু মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মুজিবুর রহমানের সঙ্গে তার আপন ছোট ভাই মুহিবুর রহমানসহ আত্মীয়-স্বজনদের জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। বুধবার দুপুরে মুজিবুর ও মুহিবুর রহমানের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মাঝে ধাক্কাধাক্কি শুরু হয় এবং মুজিবুর মাটিতে লুটিয়ে পড়েন মুখ দিয়ে ফেনা বের হয় যায়। অনেকেই এসময় হার্ট অ্যাটাক হয়েছে মনে করে মুজিবুরকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান কালবেলাকে বলেন, জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের সঙ্গে ধাক্কাধাক্কিতে প্রাণ গেল মুজিবুর রহমানের। লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে। রিপোর্ট পেলে জানা যাবে হার্ট অ্যাটাকে নাকি আঘাতের কারণে মৃত্যু হয়েছে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।