রাজশাহীর দুর্গাপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে হাসিবুর রহমান নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন।
বুধবার (১৪ মে) সন্ধ্যায় উপজেলার মাড়িয়া ইউনিয়নের হোজা অনন্তকান্দী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাসিবুর রহমান হোজা অনন্তকান্দী গ্রামের বাসিন্দা।
আহতরা হলেন- ওয়াজেদ আলী (৫৫), সুনু আলী (৪০), শহিদুল ইসলাম (৫২), আব্দুস সালাম (৫৭), আলাউদ্দিন (৪৫), নাজেরা বেগম (৫৫), নাজমুল হক (৫৫), মোশারফ হোসেন (২৩) এবং শাহিন (২৩)। তারা সকলেই হোজা অনন্তকান্দী গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, জমির ভাগ-বাটোয়ারা নিয়ে হাসিবুর ও বাবুর মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নিলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর হওয়ায় প্রথমে তাদের দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাসিবুর রহমান মারা যান।
আরও জানা গেছে, সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিহতের চাচাতো ভাই মো. আব্দুল্লাহ বলেন, আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ওরা আগে থেকেই জমিটা দখল করতে চেয়েছিল। এমনকি ২০০৫ সালে আমার আরেক চাচাতো ভাই ইসহাককেও এভাবে কুপিয়ে মেরে ফেলেছিল। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
দুর্গাপুর থানার ওসি দুরুল হুদা বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয় এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।