সারাদেশ

জমি নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ২২

জমি নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ২২


চুয়াডাঙ্গার দামুড়হুদায় জমিসংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে উভয়পক্ষের ২২ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার উত্তর চাঁদপুর জোড়াতলা মাঠে সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- একই গ্রামের আব্দুল হালিমের ছেলে শাখাওয়াত হোসেন (৩৫), আফছার আলির ছেলে মিলন হোসেন (৩০), নুর হকের ছেলে রকিবুল রহমান (৩৮) ও মাহাবুবুর রহমান (৪০), মাহাবুবুর রহমানের ছেলে তানভির (২৫), মৃত আফসার আলির ছেলে আব্দুল আলিম (৩৫), মস্তবারী মণ্ডলের ছেলে ইউনুস আলি (৫০), তাহাজ উদ্দীনের স্ত্রী রশিদা খাতুন (৪০), সামসুলের স্ত্রী আছিয়া খাতুন (৩০), সামসুল হকের ছেলে হায়দার আলি (৫০), হায়দার আলির ছেলে হাসিবুর (১৯), তাহাজ উদ্দীনের ছেলে শহিদ (১৮), রাশিদুলের ছেলে ইনামুল (২২), নাজের আলির ছেলে শরিফুল (৩৫), নাজের মণ্ডলের ছেলে রফিকুল (৫০), খোদা বক্সের ছেলে বাবলু (৪০), বিল্লাল হোসেনের ছেলে জুবায়ের হোসেনসহ (৩৫) আরও অজ্ঞাত পাঁচজন ।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একই গ্রামের সামসুল হকের ছেলে হায়দার আলি ও মৃত আফসার আলির ছেলে আব্দুল হালিম গংয়ের সঙ্গে উপজেলার উত্তরচাঁদপুর গ্রামের জোড়াতলা মাঠে ২৪ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলা রয়েছে। আজ বেলা ১১টার দিকে হালিম গং ওই জমিতে পাট বুনতে গেলে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত ২২ জন আহত হন। থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফাহামিদা আক্তার রুনা বলেন, মারামারির ঘটনায় সকাল থেকে আহত রোগী আসছে। বর্তমানে এখানে ১৭ জনকে ভর্তি করা হয়েছে। এ ছাড়া গুরুতর আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ন কবির কালবেলাকে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমিসহ পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।