সারাদেশ

জলদস্যুর গুলিতে আহত হৃদয় বাঘ মারা গেছেন

জলদস্যুর গুলিতে আহত হৃদয় বাঘ মারা গেছেন


মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীপাড়ে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন জলদস্যু হ্নদয় বাঘ (২৮) ১৮ দিন পর মারা গেছেন।

শনিবার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত হৃদয় বাঘ গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের হাবুল বাঘ ওরফে হবি উল্লাহর ছেলে।

পুলিশ জানায়, গত ২৮ জুলাই সকাল ১০টার দিকে মেঘনা নদীর গজারিয়া অংশের বড় কালীপুরা এলাকায় প্রতিপক্ষ লালু-পিয়াস গ্রুপের গুলিতে গজারিয়ার অন্যতম শীর্ষ জলদস্যু ‘শুটার মান্নান’ নিহত হন। এ সময় নিহত ‘শুটার মান্নান’ গ্রুপের হৃদয় বাঘসহ আহত হন ৬ জন।

নিহতের স্ত্রী সুমি আক্তারের দাবি, মেঘনা নদীতে অবৈধ বালুমহালের আধিপত্য ও চাঁদাবাজিকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষ নৌডাকাত লালু-নয়ন-পিয়াস গ্রুপের লোকজন তাকে হত্যা করেছে।

এদিকে ঘটনার পরদিন ২৯ জুলাই গজারিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী সুমি আক্তার। মামলায় হোগলাকান্দি গ্রামের সাজেদুল হক লালুকে এক নম্বর আসামি করে ১৬ জনকে এজাহারনামীয় ও ৫-৬ জন জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

এ বিষয়ে গজারিয়া থানার ওসি মো. আনোয়ার আলম আজাদ বলেন, গুলিবিদ্ধ অবস্থায় আহত হৃদয় বাঘ মারা গেছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।