সারাদেশ

জাতীয় গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতির দাবিতে বিএমএসএফ’র স্মারকলিপি প্রদান

জাতীয় গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতির দাবিতে বিএমএসএফ’র স্মারকলিপি প্রদান


জাতীয় গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতির দাবিতে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) আমতলী উপজেলা শাখা।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা ১২টায় বিএমএসএফ আমতলী উপজেলা শাখার সভাপতি ও দৈনিক কালবেলা আমতলী উপজেলা প্রতিনিধি মো. মনিরুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন- আমতলী প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যায়যায় দিনের উপজেলা প্রতিনিধি, প্রেস ক্লাবের সহসভাপতি ও দৈনিক সংগ্রাম আমতলী প্রতিনিধি মো. নাসির মাহমুদ, বিএমএসএফ বরগুনা জেলা শাখার নারী ও শিশুবিষয়ক সম্পাদক ও দৈনিক রূপালী বাংলাদেশ আমতলী উপজেলা প্রতিনিধি জাকিয়া সুলতানা, বিএমএসএফ আমতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও দৈনিক জবাবদিহি উপজেলা প্রতিনিধি মো. মেহেদী হাসান, দৈনিক পূর্ব দিগন্ত বরগুনা জেলা প্রতিনিধি রবিউল হাসান।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় নির্বাহী কমিটি দীর্ঘদিন ধরে নির্যাতিত, নিপীড়িত সাংবাদিকদের বিভিন্ন দাবি আদায় নিয়ে কাজ করে আসছে। তার মধ্যে সরকারের কাছে অন্যতম জাতীয় গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতি দাবি।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।