সারাদেশ

জানাজার আগে মৃতের ইসিজি করলেন স্বজনরা

জানাজার আগে মৃতের ইসিজি করলেন স্বজনরা


চাঁদপুরের মতলব উত্তরে জানাজার আগে এক মৃত নারীকে হাসপাতালে নিয়ে ইসিজি করানো হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (২৫ জুন) বিকেলে উপজেলার ভাটি রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভাটি রসুলপুর গ্রামের বাসিন্দা মনির দেওয়ানের স্ত্রী পিয়ারী বেগম (৪৮) বুধবার সকাল ৯টার দিকে স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পরপরই পরিবারের লোকজন তার গোসল, কাফনের কাপড় পরানোসহ জানাজার সব প্রস্তুতি সম্পন্ন করে। জানানো হয়, ওইদিন আসরের নামাজের পর জানাজা অনুষ্ঠিত হবে।

এদিকে পিয়ারী বেগমকে শেষবার এক নজর দেখতে আশপাশের লোকজন ভিড় জমাতে থাকে তার বাড়িতে। হঠাৎ এক নারী দাবি করেন- মৃত ব্যক্তির চোখ নড়ছে। এমন কথা ছড়িয়ে পড়তেই এলাকায় হইচই পড়ে যায়। অনেকে সন্দেহ প্রকাশ করে বলেন, হয়তো তিনি এখনো বেঁচে আছেন।

স্থানীয়দের পরামর্শে পরিবারের সদস্যরা বিকেল ৩টার দিকে পিয়ারী বেগমকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইসিজি পরীক্ষা করে নিশ্চিত করেন, পিয়ারী বেগম বহু আগেই মৃত্যুবরণ করেছেন।

ঘটনার বিষয়ে পিয়ারী বেগমের স্বজনরা জানান, হাসপাতালে না নিলে আজীবন মনে এক ধরনের সন্দেহ থেকে যেত, অনেকে হয়তো সমালোচনা করত। তাই নিশ্চিত হতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

এ ঘটনায় এলাকায় ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন, এমন ঘটনা সচরাচর দেখা যায় না।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।