জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে আনন্দ মিছিল করেছে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভুইয়া মিল্টনের উদ্যোগে জুলাই-আগস্ট গণতন্ত্র, শোক ও বিজয়ের মাস উপলক্ষে আনন্দ মিছিল অনুষ্ঠিত।
মঙ্গলবার সকাল ১১টায় সন্দ্বীপের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজার হাজার নেতাকর্মী সেনারহাট স্কুল মাঠে গিয়ে জড়ো হয়। হাজার হাজার নেতাকর্মীর স্লোগানে মুখরিত হতে থাকে সেনারহাট থেকে উপজেলা কমপ্লেক্স পর্যন্ত। এরপর উপজেলা চত্বরে আয়োজিত সমাবেশে নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনের নেতৃত্বে সন্দ্বীপ এগিয়ে যাবে। আগামী নির্বাচনে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বয়াক প্রকৌশলী নাসিরুল কবির মনির তালুকদার, যুগ্ম আহ্বায়ক কাউসার চেয়ারম্যান, পৌরসভা বিএনপি যুগ্ম আহবায়ক সাইফুর রহমান শামীম, যুগ্ম আহ্বায়ক মাইনুদ্দিন, গাছুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রহিম, পৌরসভা কৃষকদলের সভাপতি কাউছার কমিশনার, উত্তর জেলা যুবদলের সদস্য মোশাররফ হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শাহরিয়ার সজীব, উত্তর জেলা সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দৌলা সজীব, সাবেক পৌর ছাত্রদল সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, বশিরউদ্দিন হায়দার, যুবদল নেতা রাজু, ফেরদৌস আহমেদ কৌশিক, ওমর ফারুক পাবেল, কামরুল, ফয়েল, নিফুলসহ উপজেলা ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা।