সারাদেশ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাকিবের কবর জিয়ারতে শিল্প উপদেষ্টা

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাকিবের কবর জিয়ারতে শিল্প উপদেষ্টা


খুলনা সফরে গিয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত করেছেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

শুক্রবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে খুলনা নগরীর বসুপাড়া কবরস্থানে সাকিব রায়হানের কবর জিয়ারত করেন তিনি। এ সময় তিনি শহীদের কবরে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরে তিনি মোনাজাতে অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, উপদেষ্টার একান্ত সচিব ড. সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, কেডিএ চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাংগীর হোসেনসহ প্রশাসনিক কর্মকর্তারা।

ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত বছর ১৯ জুলাই ঢাকার মিরপুরে পুলিশের গুলিতে নিহত হন সাকিব রায়হান। পরে তাকে খুলনায় নিয়ে বসুপাড়া কবরস্থানে দাফন করা হয়। সাকিব রায়হান ছিলেন তিন ভাই-বোনের মধ্যে সবার ছোট। তিনি পবিত্র কোরআনের ১৮ পারার হাফেজ ছিলেন। খুলনা থেকে ঢাকায় গিয়েছিলেন চাকরির খোঁজে। কিন্তু আন্দোলনে অংশ নিয়ে শহীদ হন তিনি।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।