সারাদেশ

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত


ঝিনাইদহের কালীগঞ্জে শ্যালো ইঞ্জিনচালিত আলমসাধুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে রুহুল আমিন নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

বুধবার (২৩ জুলাই) সকাল ৯টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের ঈশ্বরবা মাঠপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন কোটচাঁদপুর উপজেলার শিশারকুণ্ডু গ্রামের হামিদুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী সামিউল ইসলাম বলেন, সকালে কোটচাঁদপুরের দিক থেকে একটি মোটরসাইকেল কালীগঞ্জ শহরের দিকে যাচ্ছিল। পথে ঈশ্বরবা এলাকায় পৌঁছালে একটি নছিমনকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কোটচাঁদপুরগামী আলমসাধুর সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার ওপর পড়ে রুহুল আমিন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান তিনি। আহত ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, শ্যালো ইঞ্জিনচালিত আলমসাধুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত হয়েছে। ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।