সারাদেশ

ঝুলে থাকা তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

ঝুলে থাকা তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু


চট্টগ্রামের সীতাকুণ্ডে রান্নাঘরে ঝুলন্ত বিদ্যুতের তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মোহাম্মদ আলী নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতল গ্রামের বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। বিএসবিএ হাসপাতালের চিকিৎসক ডা. সুলতান আবু সালে মোহাম্মদ সায়েম মৃত্যুর বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

মৃত মোহাম্মদ আলী (৩৫) উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতল গ্রামের বাংলাবাজার এলাকার দীল মোহাম্মদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত যুবক মোহাম্মদ আলী বিকেলে রান্নাঘরে ঝুলে থাকা বিদ্যুতের তার সরাতে গিয়ে অসাবধানতাবশত হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ভাটিয়ারী বিএসবিএ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিএসবিএ হাসপাতালের চিকিৎসক ডা. সুলতান আবু সালে মোহাম্মদ সায়েম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই মোহাম্মদ আলী মারা গেছে।

সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আলমগীর বলেন, বিদ্যুৎস্পর্শে মারা যাওয়ার বিষয়টি আমরা শুনেছি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।