সিরাজগঞ্জের কামারখন্দে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৮ মে) রাত পৌনে ৮টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
কামারখন্দ থানার ওসি মো. আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ মাত্র খবর পেলাম ভদ্রঘাটে একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে গেছে। এতে তিনজন নিহত হওয়ার খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে টিম পাঠিয়ে দিয়েছি। বিস্তারিত পরে জানাতে পারব।