ঠাকুরগাঁও ব্যাংকার্স ক্লাবের দুই বছর মেয়াদি কমিটি গঠন করা হয়েছে। ৩১ সদস্যবিশিষ্ট এই কমিটিতে মোহাম্মদ প্রশান্ত সামিরকে সভাপতি ও মো. জিল্লুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) বিকেলে রাজধানীর আদাবরে অবস্থিত ইউএসডিও অডিটরিয়ামে এ কমিটি গঠন করা হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকার্স ক্লাবের সিনিয়র সহসভাপতি তৌহিদুল ইসলাম।
কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি মো. তৌহিদুল ইসলাম তৌহিদ, সহসভাপতি মো. আনোয়ার হোসেন মুন্না, মোস্তাফিজুর রহমান সজল, মো. আবদুল মালেক, শামিমা সুলতানা গণি ও মো. মহিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মো. আবদুস সবুর রানা, আবদুস সবুর কাবুল ও এএইচএম তানজীর এলাহী নিপুকে।
এ ছাড়া কমিটিতে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মাহমুদুল হক আলিফ, গোলাম মোস্তফা মাসুম অর্থ সম্পাদক, নুরে আলম জিকু সহ-অর্থ সম্পাদক, রফিকুল ইসলাম সাগর দপ্তর সম্পাদক, শরীফ আমানউল্লাহ প্রচার সম্পাদক, মো. রুহুল আমিন শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক, জাফর ইকবাল প্রিন্স বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, চয়ন কুমার সাহা যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, নুসরাত জাহান সুমী মহিলা বিষয়ক সম্পাদক, ফারজানা আক্তার সমাজ কল্যাণ সম্পাদক ও মো. তানভীর আনজুম পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
মীর আব্বাস, মো. মাহবুব জামান, জাকির হোসেন রাসেল, সাকিনা শবনম জাহান, মো. আব্দুল হামিদ, ও মো. আবু রায়হানকে (রনি) কার্যনির্বাহী সদস্য করা হয়েছে। তিনটি পদ শূন্য রয়েছে। পরবর্তীতে সাধারণ সদস্যদের মধ্য থেকে তাদের কোঅপ্ট করা হবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন ইএসডিওর নির্বাহী পরিচালক ড. মো. শহীদুজ্জামান, সাবেক সিনিয়র ব্যাংকার জিয়াউল বারী মানিক, মো. আবু তাহের, বিডিবি পিএলসির পরিচালক চয়নূল হক, পদ্মা ব্যাংক পিএলসির পরিচালক ও বাংলাদেশ ব্যাংকিং ল’-সংস্কার কমিশনের সদস্য ব্যারিস্টার রোকনুজ্জামান ও ঢাকা পোস্টের সিনিয়র নিউজ এডিটর মাহাবুর আলম সোহাগ প্রমুখ।
এ সময় অতিথিরা ঠাকুরগাঁওয়ের অর্থনৈতিক উন্নয়ন ও উদ্যোক্তাদের সহায়তায় জেলার ব্যাংকারদের সক্রিয় ভূমিকা পালনে গুরুত্ব আরোপ করেন এবং এলাকার প্রান্তিক ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এছাড়াও সাবেক ব্যাংকাররা তাদের দীর্ঘ পেশাগত জীবনের অভিজ্ঞতা বর্ণনার পাশাপাশি নতুন ব্যাংকারদের মূল্যবান পরামর্শ প্রদান করেন।
উল্লেখ্য, ২০২২ সালে ঢাকায় কর্মরত ঠাকুরগাঁওয়ের পাঁচ উপজেলার দেড় শতাধিক ব্যাংকার নিয়ে গঠিত হয়েছে ঠাকুরগাঁও ব্যাংকার্স ক্লাব।