সারাদেশ

ডামুড্যায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

ডামুড্যায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত


জঙ্গি, সন্ত্রাসবাদ, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে শরীয়তপুরের ডামুড্যায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণে ডামুড্যা থানায় এ কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শরীয়তপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. নজরুল ইসলাম। ডামুড্যা থানার ওসি মো. হাফিজুর রহমান মানিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) মো. তানভীর হোসেন, সচেতন নাগরিক সমাজসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

সভায় অংশগ্রহণকারীরা ডামুড্যা উপজেলায় সংগঠিত বিভিন্ন অপরাধমূলক সমস্যার কথা তুলে ধরেন এবং সেগুলো সমাধানের জন্য পুলিশ প্রশাসনকে বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, পুলিশের পাশাপাশি সচেতন নাগরিকদেরও অপরাধ প্রতিরোধে এগিয়ে আসতে হবে। পুলিশকে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। এক্ষেত্রে তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে।

তিনি আরও বলেন, আজ থেকে ডামুড্যায় মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক প্রতিরোধের জন্য পুলিশ ডোপ টেস্টের উদ্যোগ নিচ্ছে। এ ছাড়া অবৈধভাবে চলাচল করা নসিমন, করিমন, ভটভটিসহ মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযোগ পরিচালনা করা হবে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।