সারাদেশ

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক


গাজীপুরের রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশন এলাকায় লাইনচ্যুত যমুনা এক্সপ্রেস ট্রেনের বগি উদ্ধার করা হয়েছে। এতে দুর্ঘটনার তিন ঘণ্টা পর জয়দেবপুর-ময়মনসিংহ লাইনে ফের ট্রেন চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ১০টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নাদির উজ-জামান বলেন, যমুনা এক্সপ্রেস ট্রেনটি যাত্রী নিয়ে ময়মনসিংহের তারাকান্দা যাচ্ছিল। ট্রেনটি রাজেন্দ্রপুর রেলস্টেশনে পৌঁছালে ইঞ্জিনের পেছনের একটি বগিটি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর জয়দেবপুর ময়মনসিংহ রেললাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

তিনি আরও বলেন, খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ট্রেনের বগিটি লাইনে তোলার চেষ্টা করে। পরে তাদের প্রচেষ্টায় তিন ঘণ্টা পর ক্ষতিগ্রস্ত বগিটি সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।