মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আকস্মিকভাবে একটি ঘোড়া মহাসড়কে উঠে এসে এলোমেলোভাবে দৌড়াতে শুরু করে। এতে পরিবহন চালক ও যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়। পরে এক ঘণ্টার চেষ্টায় ঘোড়াটিকে সড়ক থেকে সরাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস কর্মীরা।
শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় শ্রীনগরের ফেরিঘাট ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এ ঘটনার সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ একটি ঘোড়াকে দ্রুতগতিতে এক্সপ্রেসওয়ের বিভিন্ন লেনের ওপর দিয়ে দৌড়াতে দেখা যায়। ফলে মহাসড়কে চলাচলকারী গাড়িগুলো নিয়ন্ত্রণ হারাতে বসে। চালকরা গতি কমিয়ে গাড়ি থামাতে বাধ্য হন। এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।
ঘটনার খবর পেয়ে শ্রীনগর উপজেলা ইউএনও মহিন উদ্দিন দ্রুত ফায়ার সার্ভিসকে জানান। পরে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট সন্ধ্যা ৬টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, ‘ইউএনওর নির্দেশে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। কিন্তু ঘোড়াটি খুবই উত্তেজিত ছিল এবং এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে ছুটে বেড়াচ্ছিল। ফলে ঘোড়াটিকে মহাসড়ক থেকে নামাতে আমাদের প্রায় এক ঘণ্টার মতো সময় লাগে।’