সারাদেশ

তরমুজ ব্যবসার আড়ালে মাদক কারবার, আটক ২

তরমুজ ব্যবসার আড়ালে মাদক কারবার, আটক ২


ফেনীর মহিপালে তরমুজ ব্যবসার আড়ালে মাদক পরিবহনকালে ৭৪ কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে র‌্যাব। শনিবার (২৯ মার্চ) ভোরে মহিপাল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক দুজন হলেন- বরগুনা সদর উপজেলার আব্দুল করিমের ছেলে মো. তাজেম খান (৩৯) এবং কুমিল্লার নাঙ্গলকোট থানার মোহাইমিনুল ইসলাম সোহাগের ছেলে মাইনুল ইসলাম প্রকাশ সামিন (২০)।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মাদক কারবারিরা পিকআপভ্যানে গাঁজা নিয়ে কুমিল্লা থেকে চট্টগ্রামের দিকে আসছে। র‌্যাবের একটি দল মহিপাল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর অবস্থান নিয়ে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় তরমুজ ভর্তি পিকআপভ্যানকে থামার সংকেত দিলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় র‌্যাব সদস্যরা দুজন আটক করে। তাদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে পিকআপে রাখা ৭৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাব ফেনী ক্যাম্পের ইনচার্জ রবিউল হাছান সরকার কালবেলাকে বলেন, দুই আসামি এবং মাদক ফেনী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।